শ্রীলঙ্কায় ৩২১ জনকে হত্যার ‘দায় স্বীকার করলো আইএস’

  • ২৩-Apr-২০১৯ ০৩:১৩ অপরাহ্ন
Ads

:: সীমানা পেরিয়ে ডেস্ক :: 

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা চালিয়ে শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে ৩২১ জনকে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। রবিবার ইস্টার সানডের সকালে ভয়াবহ ওই হামলায় আহত হয় আরো পাঁচ শতাধিক মানুষ। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ আগেই সন্দেহ করেছিলো, এই ঘটনায় আইএস সমর্থিত ও প্রভাবিত সংগঠনের সম্পৃক্ততা রয়েছে।

মঙ্গলবার আইএস পরিচালিত সংবাদমাধ্যম আমাক নিউজে শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস। তবে সেখানে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখানো হয়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
Breaking:
Through its Amaq Agency, #ISIS claimed credit for the #EasterDay bombings in #SriLankaTerrorAttacks .Stating:
“Security source to Amaq Agency: the executors of the attack that targeted citizens of coalition states Christians in #SriLanka two days ago were ISIS” pic.twitter.com/1IT1zgdTyu
— Rita Katz (@Rita_Katz) April 23, 2019

Ads
Ads