শ্রীলঙ্কায় সন্দেহভাজন হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধে ৬ শিশুসহ নিহত ১৫

- ২৭-Apr-২০১৯ ০৪:৩৭ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্দেহভাজন জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৬ শিশুসহ ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে।
নিহতদের মধ্যে ৪ জন সন্দেহভাজান আইএস সদস্য রয়েছে বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী। ইস্টার সানডেতে হামলায় জড়িতে সন্দেহ ১শত ৪০ জনকে গ্রেফতারে অভিযানে নামলে সন্দেহভাজন হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, ড্রোন, আইএসএর পোশাক ও পতাকা উদ্ধার করা হয়। এ অবস্থায় পূর্বাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।
এর আগে রোববার তিনটি হোটেল ও তিনটি গির্জায় একযোগে বিস্ফোরণে ২৫৩ জন নিহত ও পাঁচশতাধিক আহত হয়েছেন। দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোর করতে ইতিমধ্যে ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
/কে