প্রধানমন্ত্রীর নির্দেশে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সুবীর নন্দীকে

- ২৮-Apr-২০১৯ ১০:২৯ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন শিল্পী সুবীর নন্দীকে সোমবার (২৯ এপ্রিল) সিঙ্গাপুর নেয়া হচ্ছে।
জানা গেছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ড. সামন্ত লাল সেন।
এর আগে, রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিলেট থেকে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলে রাত ৮টার দিকে তাকে সিএমএইচে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় গুণী এই শিল্পীকে। কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। নিয়মিত তার ডায়ালাইসিস করতে হচ্ছিল।
/কে