হাত-পা বেঁধে স্কুলছাত্রীকে ধর্ষণের আসামি ‘বন্দুকযুদ্ধে’ মৃত্যু

- ২৯-Apr-২০১৯ ০৪:৫৫ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় হাত-পা বেঁধে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক সাইফুল র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে। রোববার (২৮ এপ্রিল) রাতে লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মো.মাশকুর রহমান বিষয়টি জানিয়ে বলেন, ধর্ষক সাইফুলকে গ্রেফতারের জন্য গেলে তার সঙ্গে র্যাবের টহল দলের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে সাইফুলের গুলিবিদ্ধ লাশ এবং ২ টি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গত সপ্তাহে লোহাগাড়ার একটি গ্রামে স্থানীয় কোচিং সেন্টারের মালিক ও শিক্ষক সাইফুলের হাতে ধর্ষণের শিকার হয় এক স্কুলছাত্রী। এই ঘটনায় লোহাগাড়া থানায় মামলা দায়ের হয়। ঐ মামলার আসামি ছিল সাইফুল।
/কে