গণভবনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা

  • ৩০-Apr-২০১৯ ০৭:৩৯ পূর্বাহ্ণ
Ads

:: স্পোর্টস ডেস্ক ::

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। এছাড়া ক্রিকেট বোর্ড (বিসিবি)‘র সভাপতি, পরিচালক, কোচিং স্টাফ, মিডিয়া ম্যানেজার, নিরাপত্তা ম্যানেজাররা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় গণভবনে পৌঁছান তারা। অতিথিদের জন্য গণভবনে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।

ক্রীড়ামোদি ব্যক্তিত্ব হিসেবে বিশেষ নামডাক রয়েছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যেকোনো ধরনের খেলাধুলার প্রতি তার আগ্রহ বরাবরই প্রশংসনীয়। এমনকি ক্রীড়াবিদদেরও বাড়তি সম্মান ও শ্রদ্ধা রয়েছে প্রধানমন্ত্রীর প্রতি।

তাই তো আগামীকাল (বুধবার) বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।

 

/কে 

Ads
Ads