যাত্রাবাড়ি থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্য গ্রেফতার

  • ২-মে-২০১৯ ০৫:৪২ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) পাঁচ সদস্যকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম পুলিশ। এ সময় ২০টি ডেটোনেটর ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন মো. সাইফুল্লাহ (২৬), মো. আব্দুল আলীম (২২), মো. ফয়জুল্লাহ (১৮), মো. জহিরুল ইসলাম (১৯) ও মো. মাইনুদ্দীন ওরফে সজীব (১৯)। 

বুধবার ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে যাত্রাবাড়ী থানা এলাকায় একত্রিত হয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Ads
Ads