ওডিশায় আঘাত হেনেছে ফণী

- ৩-মে-২০১৯ ০৪:২৮ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ভারতের ওডিশার পুরিতে আঘাত হেনেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’। ঘূর্ণিঝড় ফণীর আঘাতের পর সেখানে এখন ঝোড়ো হাওয়া বইছে।
৩ মে, শুক্রবার সকালে পুরিতে আঘাত হানে ফণী। ভারতের আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে, ফণীর আঘাতের পর ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিবেগে বাতাস বইছে।
এর আগে ফণী মোকাবিলায় ওডিশার রাজ্য সরকার উপকূলবর্তী এলাকা থেকে ১০ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়। এ ছাড়া ঘূর্ণিঝড় চলাকালে লোকজনকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ওডিশায় প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল রয়েছে। দুপুর পর্যন্ত এই অবস্থা চলতে পারে। এ ছাড়া ফণী উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পরে ধীরে ধীরে তা দুর্বল হয়ে যাবে।
এদিকে বাংলাদেশের আবাহাওয়া অধিদফতর বলছে, আজ সন্ধ্যা নাগাদ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে আঘাত হানতে পারে। গত ১০ বছরের মধ্যে ফণী শক্তিশালী ঝড়। বর্তমানে এর গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার। ওডিশা উপকূল দিয়ে স্থলভাগ হয়ে দেশটির পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ফণী। ফণী মোকাবিলায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্টগার্ড প্রস্তুত রয়েছে।