কিশোরগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ৪

- ৩-মে-২০১৯ ১০:৪৭ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
কিশোরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ মে) জেলার হাওরের মিঠামইন, ইটনা এবং পাকুন্দিয়ায় দুপুরের দিকে প্রবল ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সৃষ্ট বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- রুবেল দাস (২৬), মহিউদ্দিন (২৩), সুমন মিয়া (৭) ও আসাদ মিয়া (৫৫)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার দুপুরের দিকে জেলার বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যায়। এ সময় মাঠে কাজ করার সময় পাকুন্দিয়া, ইটনা ও মিঠামইনে তিন কৃষক ও মাঠে থেকে গরু আনতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়।
ইটনা থানা পুলিশের ওসি মুর্শেদ জামান, মিঠামইন থানার ওসি জাকির রব্বানি ও পাকুন্দিয়া থানার ওসি মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।