জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের: এরশাদ

  • ৪-মে-২০১৯ ০৭:০০ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ছোট ভাই জিএম কাদেরের নাম ঘোষণা করলেন হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার (৪ মে ) রাত সোয়া ১১টার দিকে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এরশাদ বলেন, শারীরিক অসুস্থতার জন্য আমার পক্ষে এখন অনেক সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই সুস্থ না হওয়া পর্যন্ত আমার অবর্তমানে জিএম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়েই সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন এরশাদ।

জিএম কাদেরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এরশাদ সাহেব স্বেচ্ছায় তাকে এই দায়িত্ব দিয়েছেন। এখন তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো ছোটভাইকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিলেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা জাপা চেয়ারম্যান এরশাদ।

এর আগে, ২০১৬ সালের ১৭ জানুয়ারি রংপুরে জাতীয় পার্টির কর্মী সম্মেলনে হুসেইন মুহম্মদ এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

প্রসঙ্গত, কয়েক মাস ধরে অসুস্থ এরশাদ এরমধ্যে দুই দফায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়েছেন। দেশে ফেরার পরও তেমন একটা প্রকাশ্যে আসেননি। সংবাদমাধ্যমে বিবৃতি পাঠিয়ে দলীয় বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন। বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আগে গত ১ জানুয়ারি প্রথম জাতীয় পার্টিতে নিজের উত্তরসূরি হিসেবে ভাই কাদেরের নাম ঘোষণা করেছিলেন এরশাদ।

Ads
Ads