এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৮২.২০ শতাংশ

- ৬-মে-২০১৯ ০৫:২৬ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের (দাখিল ও এসএসসি-ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ১০ বোর্ডে পাসের গড় হার ৮২ দশমিক ২০ শতাংশ। যা গতবারের চেয়ে ৪ দশমিক ৪৩ শতাংশ বেশি।
সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রীর হাতে পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ফলাফলের কিছু অংশ তুলে ধরেন।
১০ বোর্ডের মধ্যে এসএসসিতে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদরাসা বোর্ডে ৮৩ দশমিক ০৩ শতাংশ ও কারিগরিতে ৭২ দশমিক ২৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লক্ষ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লক্ষ ১০ হাজার ৬২৯ জন।
দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।