রমজান মাসের চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে রোজা শুরু

  • ৬-মে-২০১৯ ০১:১০ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। কাল মঙ্গলবার (৭ মে) থেকে রোজা। শুরু হবে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।

সোমবার (৬ মে) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিনিধিরা।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা। আর সোমবার দিবাগত শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহ্‌রি খাবেন।

পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি মোবারকবাদ জানিয়ে বাণী দিয়েছেন।

এদিকে, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

Ads
Ads