নোয়াখালীতে বাস খাদে পড়ে নিহত ৩

- ৮-মে-২০১৯ ০৫:৪৫ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
নোয়াখালীর চাটখিল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার চাটখিল-রামগঞ্জ সড়কের মুন্সিরাস্তা নামক স্থানে জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।