নোয়াখালীতে বাস খাদে পড়ে নিহত ৩

  • ৮-মে-২০১৯ ০৫:৪৫ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার চাটখিল-রামগঞ্জ সড়কের মুন্সিরাস্তা নামক স্থানে জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Ads
Ads