ইয়াঙ্গুনে রানওয়ে থেকে ছিটকে পড়লো বাংলাদেশ বিমান

  • ৮-মে-২০১৯ ০২:৫৪ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণের সময় খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বুধবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে অবতরণের সময় বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজ রানওয়ে থেকে সেটি ছিটকে পড়ে।  

মিয়ানমারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মমকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ড্যাশ-৮ উড়োজাহাজটি  ৭৪ জন যাত্রী ধারণে সক্ষম।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ১৭ জন যাত্রী ছিল, ১৫ জন আহত হয়েছেন। একজন গুরুতর আহত। তার পা ভেঙে গেছে। সবাইকে ইয়াংগুনের নর্থ ওকলাপা হসপিটালে ভর্তি করা হয়েছে।

Ads
Ads