শনিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

- ৯-মে-২০১৯ ০২:০০ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
১০ দিনের সফর শেষে আগামী শনিবার (১১ মে) লন্ডন থেকে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
আগামীকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিভিআইপি ফ্লাইট নম্বর বিজি ২০২ যোগে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন তিনি।
দেশে ফিরে একদিন বিরতি দিয়ে আগামী রোববার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অফিস করবেন।
গত ১ মে ১০ দিনের সরকারি সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। এ সফরে চোখের চিকিৎসা করানোর পাশাপাশি পরিবার সদস্যদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।