ওয়েস্ট উইন্ডিজকে বিশাল রানের টার্গেট দিল আয়ারল্যান্ড

- ১১-মে-২০১৯ ০২:১৭ অপরাহ্ন
:: স্পোর্টস ডেস্ক ::
চলতি ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে আজ মাঠে নেমেছে আয়ারল্যান্ড ও উইন্ডিজ। বাংলাদেশ সময় বিকাল ৩:৪৫ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৭ রান করে আয়ারল্যান্ড। জয়ের জন্য উইন্ডিজের দরকার ৩২৮ রান।
আয়ারল্যান্ডের হয়ে বালবির্নি ১৩৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। এছাড়াও হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন স্টার্লিং ও কেভিন ও’ব্রায়েন। স্টার্লিং ৭৭ ও কেভিন ও’ব্রায়েন ৬৩ রান করেন। অন্যদিকে ম্যাককলাম ৫ ও পোটারফিল্ড ৩ রান করেন। অ্যাডায়ার ২৫ ও উইলসন ৪ রানে অপরাজিত ছিলেন।
উইন্ডিজের হয়ে গ্যাব্রিয়েল ২টি, কটরেল, হোল্ডার ও কার্টার ১টি করে উইকেট শিকার করেন।
আয়ারল্যান্ড একাদশঃ উইলিয়াম পোটারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি, জেমস ম্যাককলাম, কেভিন ও’ব্রায়েন, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, বয়েড র্যাঙ্কিন, জশ লিটল, টিম মুরতাঘ।
ওয়েস্ট উইন্ডিজ একাদশঃ সুনিল অ্যামব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জেসন হোল্ডার (অধিনায়ক), জোনাথন কার্টার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।