সেই ছাত্রলীগ নেত্রী জারিন দিয়াকে হত্যার হুমকি!

  • ১৪-মে-২০১৯ ০৭:৫৪ অপরাহ্ন
Ads

সিনিয়র প্রতিবেদক

অস্থির, উত্তাল সময় পার করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সম্মেলনের এক বছর পর ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরই বিক্ষোভ, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নারী প্রীতি নিয়ে স্ট্যাটস দিয়ে আলোচনায় আসেন সাবেক কমিটির সদস্য জারিন দিয়া। 

এরপর থেকেই তাকে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন করে, কাজগুলো ভালো হচ্ছে না, এগুলো বাদ দে। এমন কল দিচ্ছে অনেকে। তবে মঙ্গলবার রাত পৌঁনে ১০ টার দিকে জারিন রিক্সা করে তার ধানমন্ডির বাসায় যাওয়ার সময়, অপরিচিত ৩ জন ছেলে সরাসরি হুমকি দিয়েছে প্রাণনাশের। তারা বলে, তোর কি জানের ভয় নেই। এসব লিখালিখি বন্ধ কর। নাইলে মেরে ফেলবো।  এমন অভিযোগ করে জারিন দিয়া নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাসও দিয়েছেন। স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো: “জীবন নাশের হুমকি” তে আছি। 
দেশরত্ন শেখ হাসিনাকে বলে রাখছি প্রাণের সংগঠন ছাত্রলীগের জন্য জীবন দিতেও প্রস্তুত এই মুজিব সেনা। 
দয়া করে আপনি শুধু আমার পরিবারকে দেখে রাখবেন।

এ বিষয়ে টেলিফোনে জারিন ভোরের পাতাকে বলেন, আমি পরিবারের সঙ্গে আলোচনা করিছি। আমার জীবননাশের হুমকি দেয়া হয়েছে। আগামীকাল (বুধবার) সকালে আমি থানায় গিয়ে বিষয়টি লিখিত আকারে জানাবো।  

Ads
Ads