বাংলাদেশের ঐতিহাসিক জয়

- ১৭-মে-২০১৯ ০৬:৪৪ অপরাহ্ন
:: স্পোর্টস ডেস্ক ::
প্রথমবারের মতো বাংলাদেশের ঐতিহাসিক ত্রিদেশীয় সিরিজ জয়। সাত বল হাতে রেখে ৫ উইকেটের বড় জয় পায় মাশরাফি বাহিনী।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে নামে বাংলাদেশ-উইন্ডিজ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে প্রথম ব্যাট করে উইন্ডিজ ২৪ ওভারে ১ উইকেটে করেছে ১৫২ রান। তবে বৃষ্টি আইনে টাইগারদের লক্ষ্য দাঁড়িয়েছে ২১০।
বৃষ্টির কারণে দীর্ঘ সময় ধরে খেলা বন্ধ ছিল। যে কারণে কমে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের দৈর্ঘ্য। ম্যাচ হয় ২৪ ওভারে। খেলা শুরুর পর বৃষ্টি হওয়ায় ৫০ ওভারের ম্যাচটি গড়ায় ডার্ক লুইস পদ্ধতিতে। রাত সাড়ে ১০টায় খেলা আবারও শুরু হয়।
বৃষ্টি শুরুর আগে শাই হোপ এবং সুনীল অ্যামব্রিসের জোড়া ফিফটিতে বিনা উইকেটে ২০.১ ওভারে ১৩১ রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।