ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় কুবি শিক্ষার্থী কে মারধর

- ১৯-মে-২০১৯ ০৩:৫৯ অপরাহ্ন
:: কুবি প্রতিনিধি ::
ইসলাম ধর্মকে কটুক্তি করার অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববাদ্যালয়ের (কুবি) ফিন্যান্স বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী জয় দেবের বিরুদ্ধে।
শনিবার (১৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমের "voice of America' গ্রুপে ধর্ম নিয়ে বাজে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। ধর্ম নিয়ে বাজে কটুক্তি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছে শিক্ষার্থীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, শনিবার(১৮ মে) রাত ১১টার দিকে ‘voice of america’ নামক ফেসবুক পেইজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক বক্তৃতার ভিডিও বার্তায় জয়দেব “বিশ্বের সকল মুসলমান জঙ্গিবাদের মতাদর্শী। মুহাম্মদ (সাঃ) এই জঙ্গিবাদের চর্চা করে গেছেন।”(“All muslims in the world believe only on terrorism ideology that had been exercised by Hazrat muhammad(s)”
এর পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ক্ষোভে ফেটে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মোঃ আহসানুল হক শিপন বলেন, এই কুলাঙ্গারের দ্রুত শাস্তির দাবি করছি। যত দ্রুত সম্ভব মানববন্ধনের মাধ্যমে ওকে আইনের আওতা আনা হোক।
আরও অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তাকে দ্রুত গ্রেফতার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিও জানান।
অভিযোগের বিষয়ে জানতে জয় দেবের মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের গ্রুপে দায় স্বীকার করে ক্ষমা চান।শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাকে মারধর করে কতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেন বলে জানা যায়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, উপাচার্যের স্যারের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।