অভিমানে দেশ ছাড়ছেন সাইফুর রহমান সোহাগ!

- ২০-মে-২০১৯ ০১:১২ অপরাহ্ন
উৎপল দাস
কতটা অভিমান বুকের মধ্যে জমলে মানুষ কান্না করতে পারে, পৃথিবীর প্রকৃত মানুষ মাত্রই তা অনুধাবন করতে পারেন। সাইফুর রহমান সোহাগও তেমন একজন মানুষ। যার সবচে বড় রাজনৈতিক পরিচয় তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি। এই পরিচয়টাকে বুকে ধারণ করে ভবিষ্যত রাজনীতিতে নিজের হতাশাজনক অবস্থান নিয়ে, অনেকটা বুকফাটা অভিমানে দেশ ছেড়ে চলে যাচ্ছেন।
সাময়িকভাবে তিনি খুব অল্প সময়ের মধ্যেই ইউরোপের একটি দেশে চলে যাচ্ছেন বলে তারই ঘনিষ্ঠ একটি সূত্র ভোরের পাতাকে নিশ্চিত করেছেন। তবে তিনি একবারের জন্য যাচ্ছেন না বলেও নিশ্চিত করেছে সূত্রটি।
ছাত্রলীগের সর্বশেষ পূণাঙ্গ কমিটিতে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সমঝোতা না হওয়ায় অনেকটা মন ভাঙার বেদনায় ভুগছেন তিনি। নিজের লোকদের যারা আদর্শিকভাবে শেখ হাসিনার জন্য জীবন দিতে পারে, তারা পদ না পাওয়ায় তিনি চরম হতাশ। এই হতাশা আর অভিমান কাটাতে তিনি ইউরোপের একটি দেশে চলে যাচ্ছেন।
উল্লেখ্য, সাইফুর রহমান সোহাগ এবং এস এম জাকির হোসেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাতিসংঘের অধিবেশনেও যোগ দিয়েছিলেন। এবার তিনি ব্যাক্তিগতভাবেই যাচ্ছেন।
এ বিষয়ে সাইফুর রহমান সোহাগকে ভোরের পাতার অফিস সন্ধ্যায় থেকে ফোন করা হলেও তিনি ফোন কেটে দিয়েছেন।