পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

- ২৪-মে-২০১৯ ১০:৩৬ পূর্বাহ্ণ
:: সীমানা পেরিয়ে ডেস্ক ::
ব্রেক্সিট সংকটে গতি আনতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন তিনি।
ঘোষণা অনুযায়ী আগামী ৭ জুন প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন থেরেসা মে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্টিট থেকে এক আবিগঘন বিবৃতিতে থেরেসা মে বলেন, ইউরোপীয় ইউনিয়নের গণভোটকে শ্রদ্ধা জানিয়ে তিনি সরে যাচ্ছেন। তবে তিনি ‘সাধ্যমত চেষ্টা’ করেছেন বলেও জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের রাজনীতি চাপের মুখে পড়তে হতে পারে কিন্তু এদেশ এতটা ভালো যে এতে গর্বিত হতে পারে।’
অশ্রুসজল নয়নে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, ‘আমি শীঘ্রই প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেব যা আমার জীবনকে অনেক বেশি সম্মানিত করেছে।’
তবে ব্রিক্সিট ইস্যুতে কোনো বাস্তবসম্মত সমাধান করতে ব্যর্থ হওয়ায় দু:খ প্রকাশ করেছেন থেরেসা মে। তবে তার দলের নেতারা এই সমস্যার সমাধান করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
/কে