এবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

- ২৬-মে-২০১৯ ১১:২০ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
এবার ঈদুল ফিতরের প্রধান জামায়াত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। যদি দুর্যোগপূর্ণ বা প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয় তাহলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯ টায় প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
রোববার (২৬ মে) দুপুরে নগর ভবনের ব্যাংক ফ্লোরে জাতীয় ঈদগাহর প্রস্তুতি সংক্রান্ত সভায় মেয়র ওই ঘোষণা দেন। এসময় বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় সিটি মেয়র বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে সুষ্ঠুভাবে সুন্দর ঈদ জামায়াত উপহার দেওয়ার জন্য।
/কে