যে হুমকি দিয়েই ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা!

- ৩০-মে-২০১৯ ০২:৫২ পূর্বাহ্ণ
সিনিয়র প্রতিবেদক
পদপ্রাপ্তদের প্রচ্ছন্ন হুমকি দিয়েই প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সুপারিশকৃত ২৬৯ জনের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
বৃহস্পতিবার ভোরে ঢাবি ছাত্রলীগের কমিটির তালিকা প্রকাশ করা হয়। কমিটিতে মোট ৫১ জন সহ-সভাপতি, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও উপসম্পাদক পদে ১৪৪ জন , সহ-সম্পাদক ৩৪ জন এবং সদস্য ১৬ জন সদস্য রাখা হয়েছে।
উল্লেখ্য, কমিটি ঘোষণার সঙ্গে প্রছন্ন একটি হুমকিও দিয়ে রাখা হয়েছে পদপ্রাপ্তদের জন্য। অসাবধানতাবশত পদপ্রাপ্ত কারো বিরুদ্ধে যদি সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কোনো কর্মকাণ্ডে লিপ্ত থাকার উপযুক্ত প্রমাণ পাওয়া যায় তাহলে সেই পদটি শূণ্য ঘোষণা করা হবে।