বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা

  • ৩০-মে-২০১৯ ০৯:২৮ পূর্বাহ্ণ
Ads

:: স্পোর্টস ডেস্ক ::

ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের আজ পর্দা উঠছে। প্রথমদিন লন্ডনের কেনিংটন ওভালে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।লন্ডনের বিখ্যাত ভেন্যু দ্যা কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ওয়ান, গাজী টিভি, মাছরাঙা টেলিভিশন ও বিটিভি।

এ দিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ফলে আগে ব্যাট করতে মাঠে নামবে ইংল্যান্ড।

মাঠে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী ইংল্যান্ড। ঘরে-বাইরে সম্প্রতি ফর্মের তুঙ্গে আছে ইংলিশরা। ফলে এ বিশ্বকাপে তাদের পক্ষেই বাজি ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে থেকেই বিশ্বকাপ শুরু করবে ইংল্যান্ড।

২০১৯ বিশ্বকাপ শুরুর আগে দারুণ ছন্দে আছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি র‍্যাংকিংয়ে তিন ফরম্যাটেই শীর্ষ তিনে ফাফ ডু প্লেসিসের দল। প্রতিটি বিশ্বকাপে ফেভারিট হিসেবে খেলতে নামলেও সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি সঙ্গী প্রোটিয়াদের।

এদিকে বিশ্বকাপ এলেই শিরোপার দাবিদারের তকমা নিয়ে আসে দক্ষিণ আফ্রিকা। ২০১৮ সালের পর থেকে এখন পর্যন্ত ২৭ ম্যাচে ১৭টিতে জিতেছে ডু প্লেসিরা, হার ১০টিতে। যেখানে টানা ছয় জয় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস দলটির জন্য। আইসিসি র‍্যাংকিংয়ে তিন ফরম্যাটেই শীর্ষ তিনে ফাফ ডু প্লেসিসের দল।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলে ১৯৯২ সালে। প্রথম খেলাতেই বাজিমাত করে প্রোটিয়ারা। ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টে পা রেখেই চমকে দেন তারা। শেষ চারে জায়গা করে নেন তারা। তবে এবারের ক্রিকেটের সর্বোচ্চ আসরে নিজেদের প্রথম ম্যাচে তারকা পেসার ডেল স্টেইনকে পাচ্ছে না তারা। কাঁধের চোটের কারণে টুর্নামেন্টের শুরুর ম্যাচে খেলা হচ্ছে না তার। ইংল্যান্ড দলে বেশ কিছু চোট সমস্যা আছে। তবে সেরা দল নিয়েই প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছেন স্বাগতিকরা।

এরপর আরও তিন আসরে (১৯৯৯, ২০০৭ ও ২০১৫) শেষ চারে খেললেও ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হয়নি দক্ষিণ আফ্রিকার। এবার সেই স্বপ্ন ফাইনালের লক্ষ্যেই খেলতে মাঠে নামবে ফ্যাফ ডু প্লেসিসের দল।

ইংল্যান্ড একাদশ জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক) জস বাটলার (উইকেট-রক্ষক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাংকেট, জোফরা আর্চার ও আদিল রশিদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেট-রক্ষক), এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), রাসি ভ্যান ডুসেন, জেপি ডুমিনি, অ্যান্ডি ফিলহুকওয়েও, ডওয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবদা, লুঙ্গি নিগিদি ও ইমরান তাহির।

Ads
Ads