প্রথম উইকেটের ধাক্কা সামলে ব্যাটে ঝড় তুলছে ইংল্যান্ড, ১৬ ওভার শেষে দেখুন লাইভ স্কোর

- ৩০-মে-২০১৯ ১০:৩৯ পূর্বাহ্ণ
:: স্পোর্টস ডেস্ক ::
ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশতম আসরে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ড। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি ।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায় ওভালে শুরু হয়েছে ম্যাচটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করতে নামা ইংল্যান্ডের সংগ্রহ ১৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৮ রান। ০ রানে জনি বেয়ারস্টো ফিরিয়েছেন ইমরান তাহির।
ক্রিকেট ঐতিহ্যে ভরপুর হলেও দুই দলই কোনো দিন বিশ্বকাপ জেতেনি। ঘরের মাঠে এবার ফেভারিট তকমা নিয়ে অভিযান শুরু করছে ইংল্যান্ড। আর চোকার্স তকমা ঘুচানোর লক্ষ্যে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।
দুই দশক পরে স্বাগতিকের ভূমিকায় ইংল্যান্ড। এর আগেও তিনবার ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা ইংল্যান্ডকে এবার মনে করা হচ্ছে ভয়ংকর দল।
ইংল্যান্ড একাদশ:
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, লিয়াম প্ল্যাঙ্কেট।
দক্ষিণ আফ্রিকা্র একাদশ:
হাশিম আমলা, কুইন্টন ডিক কক (উইকেটরক্ষক), এইডেন মরগান, ফাফ ডু প্লেসিস, (অধিনায়ক), র্যাসি ভ্যান ডের ডুসান, জেপি ডুমিনি, আন্দিলে ফেহলুকাইয়ো, ডুইয়ান প্রোটিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির।