দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি

- ৩০-মে-২০১৯ ০২:০৭ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর টানা দ্বিতীয়বারের দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (৩০ মে) রাষ্ট্রপতি ভবনের উন্মুক্ত প্রাঙ্গনে সন্ধ্যা সাতটায় তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে দেশ বিদেশের অন্তত ৮ হাজার অতিথি অংশ নিয়েছেন।
বিশ্বের সবচেয়ে সব গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে যাত্রা শুরুর দিনে, প্রথমেই জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭ টায় দিল্লির রাজঘাটে যান বিজেপি নেতা নরেন্দ্র মোদি। ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহাত্মা গান্ধী মেমোরিয়ালে।
এরপর তিনি যান, নিজ দলের সাবেক প্রধানমন্ত্রী বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়ির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। এসময় মোদির সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, রবি শঙ্কর, স্মৃতি ইরানিসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। সেখান থেকে মোদি ইন্ডিয়া গেটের কাছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যান বিভিন্ন যুদ্ধে প্রাণ দেয়া শহীদদের শ্রদ্ধা জানাতে।
উল্লেখ্য, ১১ এপ্রিল থেকে ভারতের ১৭তম লোকসভা নির্বাচন শুরু হয়। ১৯ মে সপ্তম দফার ভোটের মধ্যদিয়ে ভোট পর্ব শেষ হলেও চূড়ান্তভাবে নির্বাচন কমিশন ২৩ মে ফলাফল ঘোষণা করে। এতে বিপুল ভোটে জয়লাভ করে বিজেপি।