ওয়েস্ট ইন্ডিজের গতির সামনে পাকিস্তান ১০৫ রানে অলআউট

- ৩১-মে-২০১৯ ১১:৩৯ পূর্বাহ্ণ
:: স্পোর্টস ডেস্ক ::
ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের গতির সামনে মাত্র ১০৫রানে অলআউট সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি।
শুক্রবার (৩১ মে) ইংল্যান্ডের নটিংহামে টস হেরে ব্যাটিং নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারায় পাকিস্তান।
ব্যাটিং করতে নেমে স্কোর বোর্ডে ১৭ রান তুলতেই ক্যারিবীয় পেসার শেলডন কট্রেলের করা ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক (২)।
এরপর ৭২ রান যোগ করতেই নেই আরও ৩ উইকেট। এর মধ্যে ফখর জামানকে (২২) বোল্ড করে দিয়েছেন আন্দ্রে রাসেল। ফখরের বিদায়ের পর ১০ রান যোগ হতেই হারিস সোহলও (৮) রাসেলের শিকার হয়ে ফিরেছেন।
দলীয় ৬২ রানে ওশানে টমাসের শিকার হয়ে ফিরেছেন বাবর আজম (২২)। অধিনায়ক সরফরাজ আহমেদ ফিরেছেন মাত্র ৮ রান করে। তাকে হোপের ক্যাচে পরিণত করেছেন হোল্ডার। ইমাদ ওয়াসিমকেও তুলে নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক। মুখোমুখি হওয়া প্রথম বলেই টমাসের বলে বিদায় নিয়েছেন শাদাব খানও।
/কে