সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

  • ২-Jun-২০১৯ ০৫:৪৮ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল আপাতত বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি।

রবিবার (০২ জুন) বেলা ১১টার দিকে এ ঘোষণা দেয়া হয়।

ঘোষণায় বলা হয়, আবহাওয়া খারাপ হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

সকাল থেকেই কিছুটা খারাপ ছিল আবহাওয়া। ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। সঙ্গে বেশ জোরালো বাতাসও রয়েছে। যে কারণে পরিস্থিতি খারাপ হতে পারে এই চিন্তা করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এমন নির্দেশনা দেয়া হয়।

এদিকে সকাল থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীরা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সদরঘাটে পৌঁছায়। কারণ ঈদের সময় নির্ধারিত সময়ের আগে লঞ্চ ছেড়ে দেয়। আবার অতিরিক্ত যাত্রী চাপে লঞ্চে জায়গা পেতেও কষ্ট হয়। বৈরী আবহাওয়ার কারণে সদরঘাটে আটকে পড়া যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েছেন। 

 

/কে 

Ads
Ads