সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে

- ২-Jun-২০১৯ ০৬:৩৮ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ছিল। তবে খানিকবাদেই আবার ছাড়তে শুরু করেছে যাত্রীভর্তি লঞ্চগুলো।
রোববার (০২ জুন) বেলা ১১টার দিকে বৃষ্টি নামার পর কিছু সময়ের জন্য নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হলেও পরে আবার চালু হয়।
অন্য দিকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সাময়িক বন্ধ থাকার পর আজ সকাল সাড়ে ১১টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।
/কে