নভেম্বরে ভারতের মাটিতে টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজ

  • ৩-Jun-২০১৯ ০৫:৪৮ অপরাহ্ন
Ads

:: স্পোর্টস ডেস্ক ::

বাংলাদেশ ক্রিকেট খেলছে অনেক বছর ধরে। টেস্ট স্ট্যাটাস পাওয়ারও প্রায় দুই দশক হয়ে গিয়েছে। ক্রিকেটীয় দিক থেকে বাংলাদেশের অর্জন একেবারে কম নয়। বর্তমানে তো বিশ্বকাপ মাতাচ্ছে টাইগাররা।

তবে দীর্ঘদিনের একটি আক্ষেপ ছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে। সেটি হলো ভারতে ওয়ানডে সিরিজ না খেলা। তবে খুশির খবর, ভক্তদের সেই আশা পুরণ হবে খুব দ্রুত। 

শুধু ওয়ানডে নয়, টেস্ট ও ওয়ানডে মিলিয়ে পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলতে ভারত যাবে টাইগাররা। আজ ভারতীয় ক্রিকেট বোর্ডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। 

সূচী অনুযায়ী ভারতের মাটিতে বাংলাদেশ ৩ ওয়ানডে ও ২ টেস্ট সিরিজ খেলবে। 

ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের ভারত সিরিজ। ৩,৭ ও ১০ নভেম্বর ভারতের দিল্লী, রাজকোট এবং নাগপুরে পর্যায়ক্রমে হবে তিনটি ওয়ানডে।

১৪-১৮ নভেম্বর ইন্দোরে প্রথম টেস্ট ও ২২-২৬ নভেম্বর কলকাতায় দ্বিতীয় টেস্টের মাধ্যমে শেষ হবে বাংলাদেশের ভারত সফর। 

ক্রিকেটীয় কোণ থেকে ভারত ও বাংলাদেশের ম্যাচ মানেই বিশেষ উত্তেজনা। ভারতের মাটিতে টাইগাররা ভালো কিছু করবে এই প্রত্যাশায় কোটি বাঙ্গালি।

Ads
Ads