ঝড় বৃষ্টি হলে ঈদের প্রধান জামায়াত বায়তুল মোকাররমে

- ৪-Jun-২০১৯ ০৭:২৪ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
ঈদ-উল ফিতরের প্রধান জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, লক্ষাধিক মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবেন। থাকছে নারীদের জন্য আলাদা ব্যবস্থা।
জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের প্রধান জামাত। তবে ঝড় বৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমানের ইমামতিতে রাষ্ট্রপতিসহ মহানগরীর লাখো মুসল্লি এতে অংশগ্রহণ করবেন।
এদিকে ঈদকে কেন্দ্র করে রাজধানীতে নাশকতার বড় কোনো হুমকি নেই বলে জানালেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। ঈদগাহ ময়দানে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনকিছু না আনার আহবান জানিয়েছেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, সবকিছু ঠিক থাকলে তাহলে জাতীয় ঈদগাহ ময়দানেই দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। নিরাপত্তায় যা করণীয় আইনশৃঙ্খলা বাহিনী করবে।
তিনি বলেন, আবহাওয়া স্বাভাবিক থাকলে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠানের পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরও পাঁচটি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আবহাওয়া প্রতিকূল (অতিবৃষ্টি) না হলে জাতীয় ঈদগাহ ময়দানেই দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল (অতিবৃষ্টি) হলে বিকল্প হিসেবে প্রধান জামাত জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।