টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, ৩ রোহিঙ্গা নিহত

  • ৭-Jun-২০১৯ ০৪:১২ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর কাছে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত তিনজন শিশু অপহরণকারী বলেও পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- টেকনাফের ল্যাদা ক্যাম্পের সি ব্লকের আজিজুর রহমানের ছেলে মো. হাবিব (২০), উখিয়ার থাইংখালী ক্যাম্প-১৩ এর সি/১ এর নুর মহাম্মদের ছেলে সামশুল আলম (৩৫) ও একই ক্যাম্পের সি-২ এর মুক্তার আহমেদের ছেলে নুরুল আলম (২১)।

টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাস বলেছেন, বন্দুকযুদ্ধে তিন কনস্টেবল আহত হয়েছেন। তারা হলেন- সৈকত বড়ুয়া, আরশেদুল হক ও সেকান্দর।

ঘটনাস্থল থেকে ৩টি এলজি, ৮ রাউন্ড কার্তুজ, ১১ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।

টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাস আরো জানান, সম্প্রতি তিন বছরের শিশুকে অপহরণ করে ৫ লাখ টাকা দাবি করেছিল ওই নিহত তিনজন। পরে পুলিশের অভিযানে ওই শিশুকে ছেড়ে দেয় তারা।

Ads
Ads