ত্রিদেশীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

  • ৮-Jun-২০১৯ ০৫:১৫ পূর্বাহ্ণ
Ads

 

ফাইল ছবি 

:: ভোরের পাতা ডেস্ক ::

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০৮ জুন) সকাল পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এর আগে ফিনল্যান্ড সময় সন্ধ্যা ৬টায় কাতার এয়ারলাইন্সের একটি বিমান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে দোহারের উদ্দেশে হেলসিনকি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

দোহায় কিছুক্ষণের যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ার লাইনন্স-এর একটি ভিভিআইপি ফ্লাইটে সেখান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

 

/কে 

Ads
Ads