বাংলামোটরে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

  • ৯-Jun-২০১৯ ০৮:০৫ পূর্বাহ্ণ
Ads

 

:: ভোরের পাতা ডেস্ক ::

রাজধানীর বাংলামোটর এলাকার কাঁঠালবাগান ঢালে পাঁচতলা একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (০৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে দু’টি ইউনিট গিয়েছে। পরে আরও দু’টি ইউনিট পাঠানো হয়। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম।

কাঁঠালবাগান থানার এসআই সাহাব উদ্দিন জানান, ৩০৩ ফ্রি স্কুল স্ট্রিটের এই ভবনের পাঁচ তলায় আগুন লেগেছিল। তবে কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আসে। কোনও হতাহত হয়নি। 

কলাবাগান থানার ইন্সপেক্টর (অপারেশন) ঠাকুরদাস মালো জানান, ভবনের পাঁচতলায় একটি মেস ছিল। ভেতরে কেউ ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। ভেতরে কিছু আসবাবপত্র পুড়েছে। এছাড়া বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

Ads
Ads