সৌদি উদ্দেশ্যে প্লেনে করে যাওয়ার সময় দেশের আকাশসীমায় আসার পর মনে হলো, নেমেই যাই

  • ৯-Jun-২০১৯ ১১:৫৩ পূর্বাহ্ণ
Ads

 

:: ভোরের পাতা ডেস্ক ::

জাপান সফর শেষে সৌদি আরবের উদ্দেশ্যে প্লেনে করে যাওয়ার সময় পাইলট যখন জানালেন, আমরা চট্টগ্রামের ওপর দিয়ে যাচ্ছি, তখন মনে হলো, নিজের দেশে নেমেই যাই, পরের দিন যাই (সৌদি আরবে)।

প্লেনে চড়ে জাপান থেকে সৌদি আরব যাওয়ার সময় বাংলাদেশের আকাশসীমায় আসার পর মাতৃভূমির প্রতি টান অনুভবের কথা রোববার (০৯ জুন) বিকেল ৫টায় জাপান, সৌদি আরব এবং ফিনল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এভাবেই বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপান সফর শেষে সৌদি সফরের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাপান থেকে সৌদি আরব যাই। যাওয়ার সময় পাইলট যখন জানালেন, আমরা চট্টগ্রামের ওপর দিয়ে যাচ্ছি, তখন মনে হলো, কোথায় যাচ্ছি? নিজের দেশে নেমেই যাই, পরের দিন যাই (সৌদি আরবে)।

 

/কে 

Ads
Ads