অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় সংগ্রহ ভারতের

  • ৯-Jun-২০১৯ ০১:৪৭ অপরাহ্ন
Ads

:: স্পোর্টস ডেস্ক ::

ক্যাঙ্গারুদের বিরুদ্ধে ৩৫২ রানের বড় সংগ্রহ করেছে ভারতীয় দল। শেখর ধাওয়ানের দুর্দান্ত শতক এবং কোহলির ঝড়ো অর্ধশতকের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫২ রান সংগ্রহ করেছে ভারত। জয়ের জন্য অজিদের করতে ৩৫৩ রান।

ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের ব্যাটে ওপেনিং জুটিতে ১২৭ রান সংগ্রহ করে। ধাওয়ান ১০৯ বলে ১১৭ রান, ৭৭ বলে ৮২ কোহলি, রোহিত ৭০ বলে ৫৭ এবং ২৭ বলে ৪৮ রান করেন পাণ্ডিয়া। 

লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে ব্যাটিং বেছে নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। চলতি বিশ্বকাপের সবচেয়ে হট ফেবারিট এই দুই দল। অস্ট্রেলিয়ার দুটি ম্যাচ হয়েছে, দুটিতেই জয় পেয়েছে তারা। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটে আর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারায় অজিরা। অন্যদিকে সবার শেষে বিশ্বকাপ শুরু করা ভারত হেসে খেলে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।

 

/কে 

Ads
Ads