বৃষ্টি হানা দিল বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচে

- ১১-Jun-২০১৯ ১০:১৯ পূর্বাহ্ণ
:: স্পোর্টস ডেস্ক ::
ব্রিস্টলের আবহাওয়া বুলেটিনে সোমবারই জানানো হয়েছিল, মঙ্গলবার সারাদিন বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলো।
বেরসিক বৃষ্টি হানা দিল বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচে। ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টির কারণে এখনও টস করতে পারেননি দুদলের অধিনায়ক।
বৃষ্টির সঙ্গে বয়ে যাচ্ছে ঠাণ্ডা বাতাস। এখনও কভারে ঢাকা পিচ ও আশপাশের আউটফিল্ড।
আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে- স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অর্থাৎ ম্যাচ শুরুর সময়টায় পিচ পরিদর্শনে যাবেন দুই আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলব্রো। এর পর জানা যাবে কখন শুরু হবে ম্যাচ বা আদৌ মাঠে গড়াবে কিনা খেলা।
/কে