শেষমেষ পয়েন্ট ভাগাভাগি করেই 'সন্তুষ্ট' থাকতে হল বাংলাদেশকে

- ১১-Jun-২০১৯ ০১:১১ অপরাহ্ন
:: স্পোর্টস ডেস্ক ::
অবিরত বৃষ্টির কারণে ব্রিস্টলে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টির কারণে মাঠে পানি জমে আছে। বলা হচ্ছে, যদি বৃষ্টি থেমেও যায়, তবুও খেলার জন্য মাঠ প্রস্তুত করা অসম্ভব হয়ে পড়বে।
এর মধ্যে বৃষ্টি মাথায় নিয়ে আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। তারা মাঠের কর্মীদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলাপ করেন। পরে বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। তাই এখন দু’দল পাবে এক পয়েন্ট করে। এটি বাংলাদেশের প্রথম কোনো ম্যাচ পরিত্যক্ত হলো।
ম্যাচটি হওয়া নিয়ে দর্শকদের মধ্যে আগেই শঙ্কা দেখা দিয়েছিল। কেউ কেউ হতাশ হয়ে মাঠ ছেড়ে বাড়ির পথ ধরেন।
/কে