ওসি মোয়াজ্জেমকে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ১২-Jun-২০১৯ ০৭:৩৬ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের দেশের বাইরে যাওয়ার সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। সে যেকোনো সময় গ্রেফতার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১২ জুন) দুপুরে কারা অধিদফতরের উদ্ভাবনী মেলা ও শোকেসিং ২০১৯ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওসি মোয়াজ্জেম হোসেনকে ধরা যাচ্ছে না বিষয়টা ঠিক না। তার বাইরে যাওয়ার সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। সে দেশেই আছে। আর যেকোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হবে।

অন্যদিকে, আলোচিত ডিআইজি মিজান দুদক কর্মকর্তাকে ঘুষ দেয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘুষ দেয়া-নেয়া দুটাই অপরাধ। ঘুষ কেনো দিয়েছে? নিশ্চয় সে কোনো অপরাধ করেছে। তা বলার অপেক্ষা রাখেনা। ঘুষ দিয়েছে তার নিশ্চয় কিছু দুর্বলতা আছে সেগুলো ঢাকার জন্য। কিন্তু ঘুষ দেয়া নেয়া যেহেতু অপরাধ তাই ঘুষ দেয়ার অপরাধে সে অবশ্যই দন্ডিত হবে। এ অপরাধে যেটা ব্যবস্থা গ্রহন প্রয়োজন সেটাই নেয়া হবে।

 

/কে 

Ads
Ads