বাজেট নিয়ে সংসদে অর্থমন্ত্রী

- ১৩-Jun-২০১৯ ০৯:৩৫ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চিরচেনা কালো ব্যাগ নিয়ে সংসদে আসেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে তিনি বাজেট উত্থাপন শুরু করেন।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।
এবারের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের প্রথম বাজেট এটি।
/কে