২১২ রানে অলআউট উইন্ডিজ

  • ১৪-Jun-২০১৯ ০১:১৭ অপরাহ্ন
Ads

:: স্পোর্টস ডেস্ক ::

জোফরা আর্চার ও মার্ক উডের গতির মুখে পড়ে ৪৪.৪ ওভারে ২১২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দলের হয়ে সর্বোচ্চ ৭৮ বলে ৬৩ রান করেন নিকোলাস পুরান। এছাড়া ৩৯ রান করেন সিমরন হিতমার। ৩৬ রান করেন ক্রিস গেইল। ইংলিশদের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন আর্চার ও মার্ক উড।

শুক্রবার (১৪ জুন) ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বোলে টস হেরে ব্যাট করতে নেমে।

 

/কে 

Ads
Ads