হিমাচলে পাহাড় থেকে বাস পড়ে নিহত ২৫

  • ২০-Jun-২০১৯ ০৩:১৭ অপরাহ্ন
Ads

:: সীমানা পেরিয়ে ডেস্ক ::

ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলায় পাহাড় থেকে বাস খাদে পড়ে অনন্ত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৫ জন আহত হয়েছেন। বাসটির ভেতরে ৬০ জন যাত্রী ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) কুল্লু জেলার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম।

খবরে বলা হয়, দুর্ঘটনায় গুরুতর আহত ৩৫ যাত্রীকে উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিমাচল প্রদেশের সরকারি কর্মকর্তারা বলছেন, কুল্লু জেলায় যাত্রীবাহী বেসরকারি একটি বাস পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় গভীর খাদে ছিটকে পড়েছে। এতে ২৫ জন নিহত ও আরও ৩৫ জন মারাত্মক আহত হয়েছেন।

কুল্লু জেলা পুলিশ সুপার শালিনি অগ্নিহোত্রী বলেন, জেলার বানজার তেহসিল এলাকার ধোথ মোরের কাছে পাহাড়ি সড়ক থেকে ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় ওই বাসটি। যাত্রীদের নিয়ে প্রদেশের গাদা গুশাইনির দিকে যাচ্ছিল বাসটি।

তবে সংবাদ সংস্থা এএনআই জানায়, ১৫ মৃতদেহ ঘটনাস্থলের একটু দূর থেকে উদ্ধার করা হয়েছে।

 

/কে 

Ads
Ads