লড়ে হেরে গেল বাংলাদেশ

- ২০-Jun-২০১৯ ১০:৩০ অপরাহ্ন
:: স্পোর্টস ডেস্ক ::
মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে হারের ব্যবধান কমাতে পারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ হয় বাংলাদেশ। ৪৮ রানের জয় পায় অজিরা।
প্রথমে ব্যাটিংয়ে নেমে বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নারের ১৬৬ রানের সুবাদে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮১ রান করে অজিরা।
নটিংহামের ট্রেন্টব্রিজের ম্যাচে অস্ট্রেলিয়ার পক্ষে ১৪৭ বল মোকাবেলা করে ১৪টি চার ও ৫টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান ওয়ার্নার। এছাড়া তিন নম্বরে নামা উসমান খাজা ৭২ বলে ৮৯, অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫১ বলে ৫৩, গ্লেন ম্যাক্সওয়েল ১০ বলে ৩২ রান করেন।
বাংলাদেশের সৌম্য সরকার ৮ ওভারে ৫৮ রানে ৩ উইকেট নেন। ৯ ওভারে ৬৯ রানে ১ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।