টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

- ২১-Jun-২০১৯ ০৯:৪৪ পূর্বাহ্ণ
:: স্পোর্টস ডেস্ক ::
বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়ে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থেকেই আজ (শুক্রবার) হেডিংলিতে মাঠে নামছে বিশ্বকাপের হট ফেভারিট ইংল্যান্ড। থ্রি-লায়ন্সদের লক্ষ্য একটাই, ব্যবধানটিকে আরও একটু বাড়িয়ে নেয়া। সেই সঙ্গে সেমিফাইনালের পথে আরও একটু মসৃণ করা।
সেই লক্ষ্য অর্জনে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে বোলিং করতে নামছে ইংল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচে ১৫০ রানের বড় ব্যবধানে জেতায় অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে তারা।
অন্যদিকে, একাদশে দুটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। লাহিরু থিরিমান্নের পরিবর্তে টপ-অর্ডার আরও শক্তিশালী করতে একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন আভিস্কা ফার্নান্দো। আর অলরাউন্ডার জীবন মেন্ডিস একাদশে ঢুকেছেন মিলিন্দা সিরিওয়ার্ডানার পরিবর্তে।
/কে