ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

- ২১-Jun-২০১৯ ০১:২৫ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
ফরিদপুরের কোমরপুর সেনাক্যাম্পের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এই ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সেই সাথে আরো ছয়জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২১ জুন) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাছিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের দেউলি গ্রামে আসলাম মোল্লা (৫০), তার মা মহিরন নেছা (৬৮) ও বোন আসিয়া বেগম (৪৭)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এফএম নাছিম বলেন, ঢাকা থেকে বোয়ালমারীগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
আহতরা জানান, তারা শুক্রবার সকালে ঢাকা থেকে তাদের নিজ বাড়ি আলফাডাঙ্গা উপজেলার দেউলি গ্রামে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এসে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়।