ওমরাহ ভিসা ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ

  • ২৩-Jun-২০১৯ ০৭:২৮ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

পবিত্র হজকে সামনে রেখে আগামী ১৫ আগস্ট পর্যন্ত ওমরাহ ভিসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, তারা গত ১৭ জুন থেকে ওমরাহ ভিসার আবেদন গ্রহণ করা বন্ধ করে দিয়েছে। খালিজ টাইমস।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী আগস্ট মাসের মাঝামাঝি পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আগামী ১৬ আগস্ট থেকে আবার ওমরাহ ভিসা চালু হবে।

সৌদি আরবের ন্যাশনাল কমিটি ফর দ্য হজ অ্যান্ড ওমরাহ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিন বাদি বলেন, আগামী ১৬ আগস্ট (১৫ জিলহজ) থেকে আবারও চলতি মৌসুমের ওমরাহ পালনের জন্য ভিসার আবেদন গ্রহণ করা হবে। এই ভিসা পাঁচ দিনের মধ্যে ইস্যু করা এবং এটির মেয়াদ হবে এক মাস।

এ বছর ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬ জন ওমরাহ ভিসার জন্য আবেদন করেছেন। তার মধ্যে ৭৩ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন মুসল্লি সৌদি আরব পৌঁছেছেন।

সৌদি সরকার তাদের ভিশন-২০৩০ সামনে রেখে ওমরাহ পালনে ইচ্ছুকদের ব্যাপক হারে ভিসা দেয়া শুরু করেছে। সে হিসাবে ২০৩০ সালের মধ্যে ওমরাহ হজ পালনকারীর সংখ্যা তিন কোটিতে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সৌদি সরকার।

Ads
Ads