কম্বোডিয়ায় ভবনধসে নিহত ১৮

  • ২৩-Jun-২০১৯ ০৯:১০ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

কম্বোডিয়ায় একটি বহুতল ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। সিহানোউকভিলে উপকূলে অবস্থিত ওই ভবনটির মালিক একটি চীনা কোম্পানি।

গত কয়েক বছরে চীনা হোটেল এবং ক্যাসিনোতে পরিণত হয়েছে সিহানোউকভিলে উপকূল। নির্মাণাধীন ওই বহুতল ভবনটি ধসে পড়ায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে একজন চীনা ভবনের মালিক, একজন নির্মাণ সংস্থার প্রধান এবং একজন ঠিকাদার। এছাড়া আরও এক কম্বোডিয়ার জমির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Ads
Ads