ফখরুলের আসনে জয়ী বিএনপির সিরাজ

  • ২৪-Jun-২০১৯ ০৩:৫১ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

মির্জা ফখরুল ইসলাম শপথ না নেওয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএমটি জামান নিকেতা পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট।

প্রথমবারের মতো কোনো বিশৃঙ্খলা ছাড়া ও সুষ্ঠুভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে পেরে ভোটারদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোট গণনা শেষে সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৮টায় রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ জানান, বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মোট ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ ভোটারের মধ্যে ১৪১টি কেন্দ্রের ৯৬৫ বুথে ভোট পড়েছে, ১ লাখ ৩৩ হাজার ৮৭০ ভোট। ভোট গ্রহণের হার ৩৪ দশমিক ৫৫ শতাংশ।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হওয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ জানান, মানুষের মনে ইভিএম ভীতি কাটেনি। ব্যালটে ভোট হলে তিনি দ্বিগুণ ভোট পেতেন। গত ১০ বছরে দেশে ভোটের কালচার নষ্ট হয়ে গেছে। তারপরও সরকারের ইচ্ছার উন্নতি হয়েছে।

Ads
Ads