ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগ করতে বললেন আইনমন্ত্রী

  • ২৬-Jun-২০১৯ ০১:৫২ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

নতুন নিয়োগের স্বার্থে ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, তাদের পদত্যাগের বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়েছি অ্যাটর্নি জেনারেলকে। তিনি নিশ্চয়ই পদক্ষেপ নিচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো পদত্যাগপত্র পাইনি।

বুধবার(২৬ জুন) সকালে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে লিগ্যাল এইড অফিসারদের ভূমিকা শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে লিগ্যাল এইড অফিসাররা কার্যকর ভূমিকা রাখলে ফৌজদারি মামলার সংখ্যা কমানো সম্ভব। মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভূমিকা পালন করলে সমাজ শান্তি আশার পাশাপাশি বিচারপ্রার্থীরাও উল্লেখযোগ্য হার সেবা পাবে বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

জাস্টিস অডিটের তথ্যমতে ৬৮ ভাগ মানুষ আনুষ্ঠানিক বিচার ব্যবস্থায় ন্যায়বিচার পাবেন বলে বিশ্বাস করেন মন্ত্রী। কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল হওয়া স্বত্ত্বেও ৮৭ ভাগ মানুষ স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী।

Ads
Ads