কিউইদের হারিয়ে সেমি ফাইনালের দৌড়ে টিকে রইল পাকিস্তান

- ২৬-Jun-২০১৯ ০৬:৫৯ অপরাহ্ন
:: স্পোর্টস ডেস্ক ::
বিশ্বকাপের ৩৩তম ম্যাচে সেমি ফাইনালের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে পাকিস্তান। বাবর আজমের দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ইনিংসের ৫ বল বাকি থাকতেই জয় পায় পাকিস্তান।
নিউজিল্যান্ডের দেয়া ২৩৮ রানের মাঝারী লক্ষ্যে খেলতে নেমে শুরুটা খুব বেশি সুখকর করতে পারেনি পাকিস্তান। দলীয় ১৯ রানে ফখর জামান ফিরে যাবার পর থিতু হতে পারেননি ইমাম উল হক। অভিজ্ঞ হাফিজকে সাথে নিয়ে ৬৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন বাবর আজম। এই জুটি বিচ্ছিন্ন হয় ৫০ বলে ৩২ রান করে হাফিজ ফিরে গেলে। হাফিজের বিদায়ের পর ব্যাটের ঝাঁঝ আরও বাড়িয়ে দেন বাবর। গত ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা হারিস সোহেলকে নিয়ে ম্যাচটাই নিজেদের করে নেন বাবর আজম। ডানহাতি এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৭ বলে ১০১ রান করে। অপরপ্রান্তে থাকা হারিস সোহেলের ব্যাট থেকেও আসে ৬৮ রানের ইনিংস। ফলে ১১ বল বাকি থাকতেই পাকিস্তান জয় পায় ৬ উইকেটের বড় ব্যবধানে।
শুরুতে টস জিতে ব্যাট করতে নামা কিউইরা পড়ে ব্যাটিং বিপর্যয়ে। দলীয় মাত্র ৫ রানে গাপটিলকে ফিরিয়ে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন মোহাম্মদ আমির। আমিরের আঘাতের চার ওভার না পেরোতেই দ্বিতীয় আঘাত হানেন শাহিন আফ্রিদি। কলিন মুনরো, রস টেলর, টম লাথামকে ফিরিয়ে দিয়ে নিউজিল্যান্ডকে ব্যাটিং বিপর্যয়ে ফেলে দেয় পাকিস্তান। সেই বিপর্যয় সামলে কিছুটা স্বস্তি দেন পুরো আসর জুড়েই দুর্দান্ত খেলতে থাকা কেন উইলিয়ামসন। জেমি নিশামকে নিয়ে ৩৭ রানের ছোট জুটি গড়ে তিনি প্যাভিলিয়নের পথ ধরেন ব্যক্তিগত ৪১ রানে। শেষের দিকে নিশামের সাথে মিলে রানের জুটি গড়ে দলকে সম্মানজনক পুঁজি এনে দেন কলিন ডি গ্র্যান্ডহোম। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ২৩৭ রানের লড়াকু পুঁজি পায়। নিশাম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১২ বলে ৯৭ রান করে।