প্রচণ্ড গরমে স্পেনে ভয়াবহ দাবানল

- ২৮-Jun-২০১৯ ০৫:৪২ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ইউরোপের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা বাড়ার সাথে সাথে ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনের কাতালোনিয়া অঞ্চল। আগুন নেভাতে কাজ করছে শতাধিক অগ্নি নির্বাপণকর্মী।
এ অঞ্চলে গত ২০ বছরের মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক দাবানল এবং তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। কাতালুনিয়ার উপকূলীয় নগরী টারাগোনা থেকে ৮০ কিলোমিটার দূরের লা টোরে ডে এসপানিয়োল শহরের কাছে এ দাবানলে অন্তঃত ১০ হাজার একর বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।
দাবানলের কারণে ৩০ জনকে সরিয়ে নেওয়া ছাড়াও পাঁচটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার জার্মানি, পোলান্ড এবং চেক রিপাবলিকে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।
আগামী তিনদিনে অনেক দেশেই তাপমাত্রা আরো বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।